ইসরায়েল গোপনে গাজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে: আন্তর্জাতিক মহলে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৫
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গোপনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একাধিক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল সম্প্রতি সাদা ফসফরাস (White Phosphorus) ব্যবহার করেছে—যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার বৈধ হলেও জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজা ও দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের ভিডিও ও ছবির ভিত্তিতে এসব অভিযোগ উঠে। এই রাসায়নিক পদার্থটি বাতাসের সংস্পর্শে এলে জ্বলে উঠে এবং মানুষের শরীরে মারাত্মক দাহ্য ক্ষত তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে শ্বাসকষ্ট, ক্যান্সার ও পরিবেশগত ধ্বংস দেখা দিতে পারে।
এছাড়া, ইরান দাবি করেছে, ইসরায়েল শুধু সাদা ফসফরাস নয়, ডিপ্লিটেড ইউরেনিয়ামসহ আরও বিপজ্জনক রাসায়নিক অস্ত্র গোপনে গাজায় ব্যবহার করছে। এ অভিযোগের জবাবে ইসরায়েল দাবি করেছে, তারা আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই অস্ত্র ব্যবহার করছে এবং সাদা ফসফরাস কেবলমাত্র ‘স্মোক স্ক্রিন’ বা ধোঁয়ার আবরণ তৈরিতে ব্যবহৃত হয়েছে।
গাজার কৃষিজমিতেও এসব রাসায়নিকের প্রভাব পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনের কৃষি সংগঠনগুলো জানায়, ইসরায়েলের বোমাবর্ষণে মাটি বিষাক্ত হয়ে পড়ছে, ফলে কৃষকরা ক্যান্সারসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
মানবাধিকার সংস্থাগুলো এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করতে আহ্বান জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক