, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে : জিএম কাদের

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০২:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০২:৫২:৪০ অপরাহ্ন
ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে : জিএম কাদের ফাইল ফুটেজ
অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একইসঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
 
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।
 
গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে।
 
জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
 
একইসঙ্গে নিরপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েল গোপনে গাজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে: আন্তর্জাতিক মহলে উদ্বেগ

ইসরায়েল গোপনে গাজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে: আন্তর্জাতিক মহলে উদ্বেগ